প্রকাশিত: Fri, Jan 26, 2024 10:33 PM
আপডেট: Sat, Dec 6, 2025 8:14 PM

[১] তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবো: আইনমন্ত্রী

এইচএম পারভেজ: [২] আনিসুল হক বলেন,যারা বাংলাদেশের আদালত দ্বারা অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে।

[৩] ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি না করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন,মামলার কাগজপত্র দেখেছি। বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলবো না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনও প্রভাব পড়ুক সেটা চাই না। । 

[৪] সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক এক কথায় বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই সংসদের অধিবেশনেই শ্রম আইন পাশ হবে।

[৫]  শুক্রবার সকালে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনে  পৌঁছে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ একথা বলেন  আইনমন্ত্রী। তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও আওয়ামী লীগ আয়োজিত পথসভায় অংশ নিতে দুদিনের সফরে  নির্বাচনী এলাকায় অবস্থান করবেন।  সম্পাদনা: মুরাদ হাসান,সমর চক্রবর্তী